খালেদা জিয়া এখনও হোম কোয়ারেন্টিনে আছেন -ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনও হোম কোয়ারেন্টিনে আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পরপরই খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে ছয় মাসের জামিন দেয় আদালত।

বুধবার দুপুরে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ঈদের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাত করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। নেতাকর্মীরা চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতই স্থিতিশীল রয়েছে। তবে তিনি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এখনোও কোয়ারেন্টিনে আছেন।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের চরম অবহেলা ও সমন্বয়হীনতা রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকারের ব্যর্থতার কারণে দেশে করোনার সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। যে কারণে দেশে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। সরকার করোনা মোকাবেলায় লকডাউন না দিয়ে সাধারণ ছুটি ঘোষণা করেছে। যার ফলে মানুষ লকডাউন মানছেন না, তারা ছুটি ভোগ করছেন।

 

টাইমস/এসএন

Share this news on: