তারেক রহমান করোনায় আক্রান্ত হননি: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হননি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সম্প্রতি তারেক রহমান ও তার পরিবার করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

রোববার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান ও তার পরিবার করোনায় আক্রান্ত হয়েছেন’ শিরোনামে খবর বেরিয়েছে। যা সম্পূর্ণ মনগড়া, অসত্য ও ভিত্তিহীন।

লিখিত বক্তব্যে রিজভী আরও বলেন, একটি কুচক্রী মহল এধরণের মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে হীন স্বার্থ চরিতার্থ করতে চাইছে। কিন্তু আমরা জাতিকে জানাতে চাই, পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা সুস্থ ও সুরক্ষিত আছেন। তারা যুক্তরাজ্যে করোনাভাইরাস রোধকল্পে প্রবর্তিত সব নিয়ম কানুন মেনে চলছেন।

এসময় তিনি তারেক রহমান এবং তার পরিবার সম্পর্কে ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

টাইমস/এসএন

Share this news on: