করোনায় আক্রান্ত চট্টগ্রামের পুলিশ কমিশনার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান। সোমবার রাতে আসা করোনা পরীক্ষার প্রতিবেদনে তার রিপোর্ট পজিটিভ আসে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আবু বকর সিদ্দিক।

তিনি বলেন, গত শুক্রবার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। সোমবার রাতে ‘পজিটিভ’ ফল আসে।

চট্টগ্রাম মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম বলেন, স্যার (মাহাবুবর রহমান) চার দিন ধরে করোনার উপসর্গে ভুগছিলেন। তখনই তিনি বাসায় আইসোলেশনে চলে যান। একই সময় তিনি নমুনাও দেন। নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে আমরা এই তথ্য পাই।

তিনি আরও বলেন, স্যারের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। তার জ্বর নেই। বাসায় আগের মতো আইসোলেশনে আছেন তিনি।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান বলেন, আমি বাসায় আছি। শরীরে কোনো উপসর্গ নেই। চট্টগ্রামকে করোনামুক্ত রাখতে নগর পুলিশের কার্যক্রম আগের মতো অব্যাহত থাকবে।

করোনায় সংক্রমিত হওয়ায় নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার।

 

টাইমস/এইচইউ

Share this news on: