ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীতে গার্মেন্ট কর্মীদের বিক্ষোভ

বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকার ভার্সেটাল গার্মেন্টের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে দক্ষিণখান মোল্লারটেক সংলগ্ন ওই কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

এব্যাপারে ভার্সেটাল গার্মেন্ট কারখানা সূত্রে জানা যায়, পূর্ব ঘোষণা এবং বকেয়া বেতন পরিশোধ না করেই ৩০০ শ্রমিক ছাঁটাই করেছে ভার্সেটাইল গার্মেন্ট কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে শ্রমিকরা পুনঃনিয়োগ ও বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে।

এ বিষয়ে উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শচীন মৌলিক জানান, গার্র্মেন্ট মালিকের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়া গেছে। বিষয়টি শ্রমিকদের জানানো হয়েছে। তারপরই শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

 

টাইমস/এসএন

Share this news on: