করোনা: বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে এ পর্যন্ত মোট এক হাজার ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন ২৯৩ জন। মৃত্যু হয়েছে ২১ জনের।

নতুন আক্রান্ত ৭০ জনের মধ্যে সর্বোচ্চ ৫৭ জন বরিশালের। এছাড়া পিরোজপুরে তিনজন, বরগুনায় দুজন, পটুয়াখালীতে চারজন, ঝালকাঠিতে দুজন এবং ভোলায় দুজন রয়েছেন।

বরিশাল স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের মোট আক্রান্ত ১ হাজার ৬৪ রোগীর মধ্যে সবচেয়ে বেশি বরিশাল জেলায় ৬৭৪ জন। এর সিংহভাগই বরিশাল নগর এলাকার বাসিন্দা। এই সংখ্যা ৫৪৪ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৬৭৪ জন, পটুয়াখালীতে ৮২ জন, ভোলায় ৭০ জন, পিরোজপুরে ৯০ জন, বরগুনায় ৮২ জন ও ঝালকাঠিতে ৬৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে বিভাগে ২৯৩ জন করোনা পজেটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া এ পর্যন্ত বিভাগে ২১ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। এর মধ্যে বরিশালে সাতজন, পটুয়াখালী জেলায় পাঁচজন, পিরোজপুরে তিনজন, বরগুনায় দুজন, ঝালকাঠিতে দুজন এবং ভোলায় দুজন রোগী মারা গেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: