ভোলায় ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

ভোলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সফিকুল ইসলাম (৪০) নামে ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, সফিকুল একজন জলদস্যু। মঙ্গলবার ভোরে সদরের ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক ও ৪টি রাম দা উদ্ধার করেছে।

নিহত সফিকুল পশ্চিম ইলিশা ইউনিয়নের মৃত মান্নাফ বেপারীর ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ ৪টি মামলা রয়েছে।

ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানান, ভোর রাতে ইলিশা পুলিশ ফাঁড়ির একটি দল টহল দিচ্ছিল। এ সময় দস্যুদের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। খবর পেয়ে ভোলা সদর মডেল থানা ও ইলিশা ফাঁড়ির পুলিশের একটি দল সেখানে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দস্যুরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দস্যুরা ট্রলারে করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সফিকুলের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: