করোনা: নোয়াখালীতে আরও ৬০ জন শনাক্ত, একজনের মৃত্যু

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আরও ৬০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৯ জন। এই সময়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা ৩০। মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে স্বাস্থ্য বিভাগের অফিস সহায়ক ও দুই পরিবারের ১১ জন রয়েছেন। আর করোনায় মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৬০ বছর। তিনি বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন।

জেলা সিভিল সার্জন মো. মোমিনুর রহমান বলেন, ২৪৭টি নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০১ জন। আর মারা গেছেন ৩০ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জে ৪৮০ জন, নোয়াখালী সদরে ২৭৩, কবিরহাটে ৭৭, চাটখিলে ৭১, সেনবাগে ৬৭, সোনাইমুড়ীতে ৫৫, সুবর্ণচরে ২৮, কোম্পানীগঞ্জে ৯ জন ও হাতিয়ায় ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ