ভারতের দরিদ্রদের একাউন্টে টাকা দিতে চান ইমরান খান

মহামারী করোনা পরিস্থিতিতে ভারতের দরিদ্রদের অ্যাকাউন্টে নগদ টাকা পাঠিয়ে সাহায্যের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে ইমরান খানের প্রস্তাব কঠোর ভাবে ফিরিয়ে দিয়েছে ভারত।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতে করোনা পরিস্থিতি মহামারী রূপে দেখা দিয়েছে। এখন পর্যন্ত ভারতে দুই লাখ ৯৭ হাজার ৫৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রতিদিনই ভারতে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে ভারতের দরিদ্রদের অ্যাকাউন্টে নগদটাকা পাঠিয়ে সাহায্যের প্রস্তাব দেন ইমরান খান।

তবে তার সেই প্রস্তাব কঠোর ভাবে প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের তরফে জানানো হয়েছে, করোনা মহামারী আকার নেয়ার পর ভারত সরকার যে অর্থনৈতিক ত্রাণ প্যাকেজের ঘোষণা করেছে, তা পাকিস্তানের জিডিপির সমান।

এক প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, পাকিস্তান তাদের নিজেদের দেশের জনগণের অ্যাকাউন্টে নগদ টাকা দেয়ার চেয়ে বিদেশী একাউন্টে নগদ টাকা স্থানান্তরের জন্য বেশি পরিচিত।

অনুরাগ শ্রীবাস্তব আরও বলেন, পাকিস্তানের গলার কাটা তাদের বৈদেশিক ঋণের পরিমাণ। পাকিস্তানের ঋণের পরিমাণ তাদের জিডিপির ৯০ শতাংশ। তারা (পাকিস্তান) কতটা চাপে রয়েছে তা আমরা জানি।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ