তুরস্কে মার্কিন কনস্যূলেটকর্মীর কারাদন্ড

সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতার দায়ে তুরস্কে এবার মার্কিন দূতাবাসের এক স্থানীয় কর্মীকে ৯ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। তুরস্কের একটি স্থানীয় আদালত এ রায় দেন। কারাদন্ডপ্রাপ্ত মাতিন তপুজ ইস্তাম্বুলের মার্কিন কনস্যূলেটে ড্রাগ ইনফোর্সমেন্ট এ্যাডমিনিস্ট্রেশনের (সিইও) হিসেবে কর্মরত ছিলেন।

এঘটনার প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র বলেছে, এই রায়ের ফলে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্থ হবে। ন্যাটো মিত্র হলেও বেশ কয়েক বছর ধরে বিভিন্ন ইস্যূতে যুক্তরাষ্ট্র ও তুরস্কের বিরোধ এখন তুঙ্গে। এমন অবস্থার মধ্যেই মার্কিন কনস্যূলেটের কর্মীকে সাঁজা দেয়ায় নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

রয়টার্স জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ তুর্কিদের। এ ছাড়া উত্তরপূর্ব সিরিয়ায় কুর্দিশ যোদ্ধাদের সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। এনিয়েও উভয়ের সাপে নেউলে অবস্থা।

এর আগে ২০১৬ সালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে হটাতে সামরিক অভ্যুত্থানে সহায়তার অভিযোগে মাতিন তপুজকে আটক করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে প্রথমে গুপ্তচরবৃত্তি ও সরকার পতনের চেষ্টার অভিযোগ আনা হয়েছিল।

এদিকে এঘটনার প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেছেন, আদালতের রায়ের সমর্থনে কোনো বিশ্বাসযোগ্য সাক্ষ্যপ্রমাণ নেই। এ কারাদন্ড প্রদানের মাধ্যমে তুর্কি  আদালত ও প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের অনাস্থা তৈরি হবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ইউসিবির সঙ্গে একীভূত না হওয়ার সিদ্ধান্ত ন্যাশনাল ব্যাংকের Apr 28, 2024
img
চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা Apr 28, 2024
img
ঢাকা-রাজশাহীসহ ৫ জেলায় সোমবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ Apr 28, 2024
রহস্যময় MKS-ব্যাট দিয়ে খেললেই ব্যাটাররা পাবে বেশি বেশি চার-ছক্কার দেখা! Apr 28, 2024
টায়ার থে'রাপিতে তৈরি হচ্ছেন পেসার নাহিদ রানা Apr 28, 2024
img
পদ্মা সেতুতে দেড় হাজার কোটি টাকা টোল আদায়ের মাইলফলক Apr 28, 2024
তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় অসন্তুষ্ট অভিভাবকরা Apr 28, 2024
অপু, বুবলিকে বাদ দিয়ে কবে কখন তৃতীয় বিয়ে করছেন শাকিব খান ? Apr 28, 2024
হাথুরুর আমলে টিকতে পারবেন তো নতুন স্পিন কোচ মুশতাক আহমেদ? Apr 28, 2024
img
এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ১৬৮ কোটি ডলার Apr 28, 2024