করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, না ফেরার দেশে ডা. আরিফ

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রামের আরেক ডা. আরিফ হাসান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তিনি মারা যান। তিনি ঢাকা মেডিকেল কলেজের ৪৯ ব্যাচের ছাত্র ছিলেন।

জানা গেছে, এক সপ্তাহ ধরে ডা. আরিফ জ্বরে ভুগছিলেন। তিনি করোনা পজিটিভ ছিলেন। শুক্রবার রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে পাঁচলাইশ এলাকার ট্রিটমেন্ট হাসপাতালে নেয়া হয়। অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল তার। তার অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। নগরীর লাভলেইন আবেদীন কলোনিতে তিনি পরিবারের সাথে থাকতেন। তার পরিবারের আরও কয়েকজন করোনায় আক্রান্ত বলে জানা গেছে। তার অক্সিজেন লেভেল ৬০ এ নেমে এসেছিল। প্রথমে ট্রিটমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চমেকে নিলে আইসিইউ সাপোর্ট দেয়ার আগেই তিনি মারা যায়।

উল্লেখ্য, করোনাভাইরাসে চট্টগ্রামে আরও তিন চিকিৎসক মারা গেছেন তারা হলেন, এ এম জাফর হোসাইন রুমি, ডা. মুহিদ হাসান ও ডা. এহসানুল করিম।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ