করোনা: ফরিদপুরে আরও ৪৫ জন শনাক্ত, মোট ৭৫৩

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় র‌্যাব সদস্য, স্বাস্থ্যকর্মীসহ আরও ৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো ৭৫৩ জন। শুক্রবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন আক্রান্তদের মধ্যে র‌্যাব-৮ ফরিদপুরের তিন সদস্য, দুজন স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক কর্মী রয়েছেন। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ফরিদপুর সদরে ১৬, ভাঙ্গায় ১৫, নগরকান্দায় ৯, সালথায় ২ এবং মধুখালী, চরভদ্রাসন ও সদরপুরে ১ জন করে রয়েছেন। নতুন করে সংক্রমিত লোকজনের মধ্যে ১৪ জন নারী ও ৩১ জন পুরুষ।

জানা গেছে, বৃহস্পতিবার ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ২৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে পজিটিভ শনাক্ত হয়েছে ৬৩ জনের। এদের মধ্যে ফরিদপুরের ৫ জন পুরোনোসহ ৫০ জন, রাজবাড়ীর ২ জন এবং ফলোআপসহ গোপালগঞ্জের ১১ জন।

শনিবার পর্যন্ত ফরিদপুরে মোট সংক্রমিত ৭৫৩ জনের মধ্যে ভাঙ্গার ১৯৯, ফরিদপুর সদরের ১৯৬, বোয়ালমারীর ১১২, সদরপুরের ৫৩, চরভদ্রাসনে ৫২, নগরকান্দায় ৫৪, আলফাডাঙ্গায় ৩৮, সালথায় ২৮ এবং মধুখালীতে ২১ জন রয়েছেন।

এদিকে এ পর্যন্ত ফরিদপুরের ৯টি উপজেলায় মোট ১২০ জন করোনার রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে বোয়ালমারীতে ৩২, সদরে ২৬, আলফাডাঙ্গা ও নগরকান্দায় ১ ৮জন করে, চরভদ্রাসনে ৮, সদরপুরে ৭, ভাঙ্গায় ৬, মধুখালীতে ৪ এবং সালথায় ১ জন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ফরিদপুর সদর, ভাঙ্গা, নগরকান্দা, সালথা, সদরপুর, মধুখালী, সদরপুর ও চরভদ্রাসনে গত ২৪ ঘণ্টায় নতুন করে যে ৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, সংক্রমিত লোকজনকে আপাতত বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁদের ফরিদপুরের করোনার জন্য নির্ধারিত হাসপাতালে স্থানান্তর করা হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ভিসানী‌তির অধীনে আজিজকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী May 21, 2024
img
ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক বৃহস্পতিবার May 21, 2024
img
চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ শতাংশ May 21, 2024
img
‘সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মন্তব্য নেই’ May 21, 2024
img
নেতানিয়াহু-হানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন আইসিসিতে May 21, 2024
img
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা May 21, 2024
img
১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু May 21, 2024
img
অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে ভোটকেন্দ্রে রণবীর, দেখা মিললো বেবি বাম্পের May 20, 2024
img
ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক, মঙ্গলবার রাইসিসহ নিহতদের দাফন May 20, 2024
img
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবরে বেড়েছে তেলের দাম May 20, 2024