করোনায় সাবেক সিটি মেয়র কামরানের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

সোমবার ভোর রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কান্নায় জড়িত কণ্ঠে তার ছেলে ডা. আরমান আহমেদ শিপলু এ কথা জানান।

এদিকে, কামরানের স্ত্রী আসমা কামরানও করোনাভাইরাসে আক্রান্ত, তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

গত ০৫ জুন কামরানের করোনাভাইরাস শনাক্ত হয়। প্রথমে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। পরবর্তীতে ৬ জুন বমি ও জ্বর নিয়ে সিলেটের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থা সংকটাপন্ন হলে ৭ জুন সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

বদর উদ্দিন আহমদ কামরান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি ১৯৫১ সালের ১ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।

১৯৯৫ সালে হন সিলেট পৌরসভার চেয়ারম্যান।

২০০২ সালে সিলেট পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হলে তিনি হন ভারপ্রাপ্ত মেয়র।

২০০৩ সালে তিনি সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হন।

২০০৮ সালে কারাগার থেকে পুন:রায় মেয়র নির্বাচিত হন। সর্বশেষ দুটি সিটি নির্বাচনে তিনি পরাজিত হন।

 

টাইমস/টিএইচ

Share this news on: