ঢাকা যখন মিছিলের নগরী

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় উৎসবকে কেন্দ্র করে মিছিলের নগরীতে পরিণত হয়েছিল রাজধানী ঢাকা। আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হওয়ার বেশ কয়েক ঘণ্টা আগে থেকেই বিভিন্নপ্রান্ত থেকে রঙ বেরঙের পোশাক পড়ে অনুষ্ঠান স্থলে মিছিলসহ আসতে থাকেন নেতাকর্মীরা। কেই কেউ নৌকায় চড়ে, আবার কেউ কেউ ট্রাক-বাসে ছড়ে, আবার কেউ কেউ হাতি-ঘোড়ায় চড়ে বিজয় উৎসবে অংশ নিতে দেখা গেছে।

৩০ ডিসেম্বর দেশে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন আওয়ামী লীগ ২৫৭টি আসনে জয় লাভ করে টানা তৃতীয়বার সরকার গঠন করে। তবে ওই বিজয়ের পর দেশে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে মানা করেছিলেন দলীয় প্রধান শেখ হাসিনা। তাই ভোটের ১৯ দিন পর বিজয় উৎসব পালন করছে দলছি। সেই লক্ষ্যে শনিবার সকাল থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকার থানা ও ওয়ার্ডের বাইরেও রাজধানীর আশপাশের এলাকা থেকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে থাকেন।

তবে সকালে দিকে নেতাকর্মীদের উপস্থিত কম থাকলে দুপুর থেকে ঢাকা হয়ে উঠে মিছিলের নগরী। রাজধানীর কাওরান বাজার, ফার্মগেট, ধানমন্ডি, বনানী, মালিবাগ, মগবাজার, পুরানা পল্টন, শান্তিনগর, আজিমপুর, কলাবাগান, গুলিস্তানসহ আশপাশের এলাকাগুলোতে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেন। পরে সেই এলাকাগুলো থেকে মিছিল সহকারে তারা সমাবেশস্থলে উপস্থিত হন। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নের স্লোগান দিতে দেখা গেছে তাদের। এছাড়াও ট্রাকসহ বিভিন্ন গাড়িতে করে দলীয় নেতাকর্মীরা গানে গানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা স্মরণ করতে দেখা গেছে।

এদিকে দলীয় নেতাকর্মীরা লাল-সবুজ টি শার্ট ও মাথায় ক্যাপ পরে হেঁটে বা পিকআপভ্যান, ট্রাক ও বাসযোগে বিভিন্ন সড়ক ধরে উদ্যানে উপস্থিত হন। এ সময় সবার মুখে ‘জয় বাংলা’ স্লোগানের সঙ্গে ঢাক-ঢোলের বাদ্যে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছিল।

এদিকে বিজয় উৎসবকে কেন্দ্র করে রাজধানীতে সুন্দর করে সাজানো হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় সাটানো হয়েছে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিলবোর্ড, ব্যানার ও পেস্টুন।

 

টাইমস/ কেআরএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বৃষ্টির দিনে ঘরের যত্ন নেবেন যেভাবে May 06, 2024
img
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত May 06, 2024
img
মিল্টনের আশ্রমে থাকা শিশু-বৃদ্ধদের দায়িত্ব নিচ্ছে শামসুল হক ফাউন্ডেশন May 06, 2024
img
১৪ দিনে হিটস্ট্রোকে মৃত্যু ১৫ জনের : স্বাস্থ্য অধিদপ্তর May 06, 2024
img
সম্পদ অর্জনে এমপিদের চেয়ে চেয়ারম্যানরা এগিয়ে, টিআইবির বিশ্লেষণ May 06, 2024
img
হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি May 06, 2024
img
রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট May 06, 2024
img
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে May 06, 2024
img
দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস, নৌ বন্দরে ২ নম্বর সংকেত May 06, 2024
img
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং May 06, 2024