করোনা: কুমিল্লায় আক্রান্ত দুই হাজার ছাড়াল, মৃত্যু ৫২

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮ জন। করোনায় জেলায় মোট ৫২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীর ১৪ জন, বুড়িচংয়ে ৫ জন, লাকসামে ৭ জন, ব্রাহ্মণপাড়ায় ৭ জন, বরুড়ায় ২ জন, দেবিদ্বারে ১১ জন, মুরাদনগরে একজন, নাঙ্গলকোটে একজন, লালমাইতে একজন, মনোহরগঞ্জে একজন ও সদর দক্ষিণে একজন রয়েছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, সোমবার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে ১৪ হাজার ৩০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১২ হাজার ৬৬৫ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে মোট করোনা পজিটিভ এসেছে ২ হাজার ৮ জনের।

এদিকে, করোনা জয় করে জেলায় নতুন করে এক সঙ্গে সর্বোচ্চ ৮৩ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে কুমিল্লা নগরীর ৬৩ জন, দেবিদ্বারের ১২ জন, সদর দক্ষিণের ৪ জন ও নাঙ্গলকোটের ৪ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৪৬৯ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on: