করোনা: রাজশাহী বিভাগে আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়ালো

রাজশাহী বিভাগের আট জেলায় নতুন করে ২৩৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৫০৮ জন। সোমবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এসব তথ্য জানান।

নতুন আক্রান্তের মধ্যে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন নওগাঁয় ২২ জন, বগুড়ায় ১৮৬ জন, সিরাজগঞ্জে ৮ জন ও পাবনায় ১১ জন রয়েছেন।

বিভাগে আক্রান্তদের মধ্যে বগুড়ায় এক হাজার ৩৭৭ জন, জয়পুরহাটে ২৩০ জন, নওগাঁয় ২২০ জন, সিরাজগঞ্জে ১৮৩ জন, পাবনায় ২০১ জন, রাজশাহীতে ১৩৬ জন, নাটোরে ৮১ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৮০ জন শনাক্ত হয়েছে।

এছাড়া বগুড়ায় ১৩১ জন, রাজশাহীতে ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৭ জন, নওগাঁয় ১২৮ জন, নাটোরে ৪৭ জন, জয়পুরহাটে ১১৭ জন, সিরাজগঞ্জে ১৬ এবং পাবনায় ১৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

বিভাগজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৩০ জনের। এর মধ্যে বগুড়ায় ১৫ জন, পাবনায় পাঁচ জন, নাটোরে এক জন এবং রাজশাহী, নওগাঁ ও সিরাজগঞ্জে তিন জন করে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ