করোনা উপসর্গে চট্টগ্রামে চিকিৎসকের মৃত্যু

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রামে ডা. নুরুল হক (৪৪) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টা ২৫ মিনিটের দিকে চট্টগ্রামের জিইসি মোড়ে অবস্থিত মেট্রোপলিটন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. নুরুল হক ওই হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ছিলেন। কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা নুরুল হক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

হাসপাতালের রেজিস্ট্রার ডা. মো নূর নবী বলেন, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ডা. নুরুল হক ১৪ জুন হাসপাতালে ভর্তি হন। শ্বাসকষ্ট বাড়ার সঙ্গে কাশির সাথে রক্ত বের হতে থাকে। এক পর্যায়ে অক্সিজেন সেচুরেশন কমতে থাকলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা দিয়ে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি না হলে ১৪ জুন রাতেই ভেন্টিলেটর সার্পোট দিই। এরপর সাপোর্টিভ বিভিন্ন ওষুধ দিয়ে আমরা চেষ্টা করেছি। কিন্তু রেসপন্স পাওয়া যায়নি।

ভর্তির দিনই করোনাভাইরাস পরীক্ষার জন্য এই চিকিৎসকের নমুনা নেওয়া হলেও তার ফল এখনও আসেনি বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ