গণস্বাস্থ্যের টেস্ট কিট কার্যকর নয় -বিএসএমএমইউ

করোনাভাইরাস শনাক্তে বহুল আলোচিত গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র‌্যাপিট টেস্ট কিট কার্যকর নয় বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে বিএসএমএমইউয়ের মিল্টন হলে এক সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা সম্পর্কে এ তথ্য জানান বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

ডা. কনক কান্তি বলেন, করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের শনাক্তকরণে গণস্বাস্থ্যের কিট কার্যকরী নয়। উপসর্গের প্রথম দুই সপ্তাহে এই কিট ব্যবহার করে শুধু ১১ থেকে ৪০ শতাংশ রোগীর করোনা শনাক্তকরণ সম্ভব।

এর আগে সকালে গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষায় অধ্যাপক শাহিনা তাবাসসুমের নেতৃত্বে গঠিত পারফরম্যান্স কমিটি তাদের প্রতিবেদন জমা দেন।

গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইউতে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। তারা কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বিএসএমএমইউকে চিঠি দেয়। গত ২ মে বিএসএমএমইউর কর্তৃপক্ষ কিটের কার্যকারিতা পরীক্ষা করতে ছয় সদস্যের কমিটি গঠন করে।

তবে গণস্বাস্থ্যের কিট কার্যকর নয় বলে বিএসএমএমইউ’র প্রতিবেদনের ব্যাপারে এখনো গণস্বাস্থ্য কেন্দ্রের বক্তব্য পাওয়া যায়নি।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ