খালেদা জিয়ার পক্ষে ৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তিনটি আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আসনগুলো হলো ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭।

সোমবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এই ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রথম মনোনয়ন ফরম তোলা হয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য। খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। বগুড়া-৬ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নেতা নজরুল ইসলাম খান এবং বগুড়া-৭ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মির্জা আব্বাস।

এরপর ঠাকুরগাঁও-১ আসন থেকে নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন কারাভোগ করছেন। বর্তমানে তিনি রাজধানীর পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

বিএনপির মনোনয়ন ফরমের দাম রাখা হয়েছে ৩০ হাজার টাকা।

Share this news on: