করোনার ছোবল এবার তামিমের পরিবারে

টাইগারদের মাঝে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯ এর ছোবল। হানা দিচ্ছে এই বৃত্তে। আক্রান্ত হয়ে যাচ্ছে ক্রিকেট অঙ্গন। এবার জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ও দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালের পরিবারের ৪ সদস্য কোভিড-১৯ এ পজিটিভ ধরা পড়েছে।

জানা গেছে, অধিনায়ক তামিম ইকবাল ঢাকায় অবস্থান করলেও তার বড় ভাই বাংলাদেশ টেস্ট ও ওয়ানডে দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান নাফিস ইকবাল পরিবারসহ চট্টগ্রামে কাজীর দেউড়ির বাসায় থাকেন। নাফিসের সঙ্গেই থাকেন তাদের মা নুসরাত ইকবাল।

শনিবার করোনার পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর জানা গেছে, নাফিসের পুরো পরিবারই করোনা আক্রান্ত।

প্রথমে নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর তার স্ত্রী, সন্তান, মাসহ কাজের লোকের করোনা পজিটিভ এসেছে। তবে তাদের কারোরই জ্বর ছাড়া অন্য উপসর্গ নেই। শারীরিক অবস্থা ভালো থাকায় বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তারা।

এর আগে জ্বর আসলে করোনা পরীক্ষায় জন্য নমুনা পাঠিয়েছিলেন জাতীয় দলের অন্যতম সেরা খেলোয়াড় ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। পরে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের রিপোর্ট আসে পজিটিভ।

এরপরেই জানাজানি হয় আরেক ক্রিকেটার নাজমুল ইসলাম অপু করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাবা-মায়েরও করোনা পজিটিভ।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ