করোনায় কুমিল্লা মেডিকেলে এক রাতে ছয়জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কোভিড-১৯ হাসপাতাল) এক রাতে ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত তারা মারা গেছেন।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকার ৯৬ বছরের একজন, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার দেবীপুর গ্রামের ৮৫ বছরের একজন, চাঁদপুর জেলার হাজীগঞ্জের ৮০ বছরের একজন, কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭০ বছরের একজন, কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকার ৬৫ বছরের একজন এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩৪ বছরের একজন।

হাসপাতালের পরিচালক মুজিবুর রহমান বলেন, আমরা করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। যাদের অবস্থা গুরুতর, তাদের বাঁচানো সম্ভব হচ্ছে না।

তিনি জানান, এই কোভিড-১৯ হাসপাতালে বর্তমানে ১২১ জন ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে ১০ জন, করোনা ওয়ার্ডে ৩৮ জন এবং আইসোলেশন সেন্টারে ৭৩ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ