করোনা: বগুড়ায় আক্রান্ত বেড়ে ২৩৩০ জন

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৩৩০ জনে। মঙ্গলবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৮৩ , শাজাহানপুরে ১৪ , শিবগঞ্জে ১২ , সারিয়াকান্দিতে ৪ , সোনাতলায় ২, শেরপুরে ৮, কাহালুতে ৮ , নন্দীগ্রামে ২, গাবতলীতে ২ এবং ধুনটে ১ জন রয়েছেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে গত ২৪ ঘণ্টায় ১৮৮ টি নমুনা পরীক্ষার ফলে ৩৮ জন পজিটিভ, টিএমএসএস মেডিকেল কলেজে ১৫১টি নমুনা পরীক্ষার ফলে ৬৫ জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়াও ঢাকায় পাঠানো ৫৪৮টি নমুনা পরীক্ষার ফলে ৩৩ জনের করোনা পজিটিভ আসে।

জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৫০ জন। মারা গেছেন ৩৬ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ