করোনায় অবসরপ্রাপ্ত চিকিৎসক ও মুক্তিযোদ্ধার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিসিন ও সার্জারির চিকিৎসক (অবসরপ্রাপ্ত) মুক্তিযোদ্ধা ডা. মো. আলী আজগর (৭০) মারা গেছেন। মঙ্গলবার বিকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নারায়ণগঞ্জ জেলা করোনা বিষয়ক কমিটির ফোকাল পারসন ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মো. আলী আজগরের ভাগ্নে নাসির আহমেদ আহাদ বলেন, “১০ থেকে ১২ দিন আগে তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। এজন্য তিনি প্রথমে তিনদিন বাড়িতে আইসোলেশনে ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে আজগর আলী হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ‍“ডা. মো. আলী আজগরকে নিয়ে করোনায় এখন পর্যন্ত ৪৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন চিকিৎসক।”

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ