নেত্রকোনায় করোনা আক্রান্ত বেড়ে সাড়ে ৪’শ

নেত্রকোনায় এক দিনে নতুন করে আরও ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪৫০। বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা সিভিল সার্জন মো. তাজুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে ময়মনসিংহ পিসিআর ল্যাব থেকে ২৬৯টি নমুনা পরীক্ষার ফল এসেছে। এর মধ্যে ৬৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে নেত্রকোনা সদর উপজেলার ১৮ জন, মদন ও মোহনগঞ্জে ১২ জন করে, কেন্দুয়া ও বারহাট্টায় ১০ জন করে এবং দুর্গাপুরে ও পূর্বধলা উপজেলায় চারজন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২ এপ্রিল থেকে এ পর্যন্ত জেলার ৬ হাজার ১৬৪টি নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৬৫৭টি পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। করোনায় জেলায় এখন পর্যন্ত মারা গেছেন তিনজন। আর সুস্থ হয়েছেন ২২৮ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ