সংসদে এমপিদের তুমুল সংঘর্ষ (ভিডিও)

পার্লামেন্ট অধিবেশনে সংসদ সদস্যের মধ্যে উত্ত্যপ্ত বাক্য বিনিময় হয়েই থাকে। কথার আঘাতের পাল্টা হিসেবে ছুড়ে দেয়া কথা। কখনো কখনো ফাইলপত্র ছুড়ে ফেলে রাগ করে সংসদ ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। কিন্তু সংসদ অধিবেশন চলাকালীন দুই পক্ষের সাংসদদের সরাসরি মারামারিতে লিপ্ত হওয়ার খবর বেশ নতুনই। এমনই এক নতুন খবরের জন্ম দিয়েছে তাইওয়ানের পার্লামেন্ট।

শুক্রবার তাইওয়ানের পার্লামেন্টে অধিবেশন চলাকালে একজন এমপি আরেকজনের দিকে চেয়ার ছুড়ে মারেন। পরে পরিস্থিতি সহিংসতায় রুপ নেয়।

ওই সংঘর্ষে জড়িয়ে পড়েন সরকারি ও বিরোধী দলের বেশ কয়েকজন সাংসদ। অনেকেই বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একে অপরকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারার ঘটনাও ঘটেছে।

আর মারামারির এমনই এক ভিডিও পোস্ট করেছে প্যারিসভিত্তিক বার্তা সংস্থা এএফপি। যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এদিকে সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে, অবকাঠামোগত সংস্কার বিল নিয়ে তাইওয়ানের সরকারি দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির প্রস্তাবের বিরোধিতা করেন বিরোধী দল কুয়োমিনটাংয়ের (কেএমটি) এমপিরা। এর পরই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এছাড়া এএফপি ধারণকৃত একটি ভিডিওতে দেখা গেছে, পার্লামেন্ট অধিবেশন চলাকালে সরকার ও বিরোধী দলের আইনপ্রণেতারা চিৎকার-চেঁচামেচি করছেন। একে অন্যের দিকে প্লাস্টিকের বোতল, ওয়াটার বেলুন এমনকি পানির গ্লাভসও ছুড়ে মারছেন। তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন। হাতাহাতি একপর্যায়ে মারামারিতে রুপ নেয়।

 

টাইমস/এসএন

Share this news on: