মানুষের মন বুঝে মশা কামড়ায়!

মশারা নাকি যাকে তাকে কামড়ায় না। যাদের গায়ের গন্ধ ওদের ভালো লাগে, তাদেরকেই ওরা কামড়াতে ভালোবাসে। লন্ডনের এক গবেষণায় এইরকমই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, গায়ের গন্ধে আকৃষ্ট হয়ে গন্ধ বিচার করেই এই পতঙ্গ হূল ফোটায়। গবেষকরা মনে করছেন এই পার্থক্যটা সম্ভবত বংশগত।

আটজোড়া আইডেন্টিয়াল ও ১৯ জোড়া নন আইডেন্টিকাল টুইনসদের নিয়ে লন্ডন স্কুল অফ হাইজিন ও ট্রপিকাল মেডিসিন একটি পরীক্ষা করে। দুটো ভাগে ভাগ করা ওয়াই আকৃতির একটি টিউবে তাঁরা বেশ কিছু মশা ছেড়ে দেন। উদ্দেশ্য ছিল পরীক্ষাধীন ব্যক্তিদের হাতের গন্ধে কীভাবে তারা আকৃষ্ট হয় ৷

আইডেন্টিকাল টুইনসদের ক্ষেত্রে জেনেটিক সাদৃশ্য যেহেতু বেশি তাই বহু ক্ষেত্রে তাদের গায়ের গন্ধও অনেকটা এক রকম। অন্যদিকে, নন-আইডেন্টিকাল টুইনসদের ক্ষেত্রে জেনেটিক সাদৃশ্য যেহেতু তুলনামূলক কম তাই তাদের গায়ের গন্ধেও তেমন মিল নেই।

দেখা গেছে, আইডেন্টিকাল যমজদের কোনো একজনকে যদি মশায় কামড়ায় তাহলে অন্যজনকেও কামড়ায়। কিন্তু নন আইডেন্টিকালদের ক্ষেত্রে এই ধরণের কোনো মিল পাওয়া যায়নি।

গবেষকরা আশা করছেন মশা নিয়ন্ত্রণে এই তথ্য নতুন পথ দেখাবে।

 

টাইমস/জিএস

Share this news on: