ইরানে আনুমানিক আড়াই কোটি মানুষ করোনায় আক্রান্ত

ইরানের আড়াই কোটি নাগরিক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মহামারী রোধে দেশটির রাজধানীসহ বিভিন্ন জায়গায় লকডাউন জারি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে হাসান রুহানি ইরানে করোনা আক্রান্তের সংখ্যা তুলে ধরেন। যদিও সরকারি হিসাবের বাইরেও ইরানে আক্রান্তের সংখ্যা বেশি।

ভাষণে রুহানি বলেন, ইরানে এখন মোট দুই লাখ ৭১ হাজার ৬০৬ জন করোনা সংক্রমিত হয়েছে। ইরানের বর্তমান জনসংখ্যা ৮ কোটির কাছাকাছি।

এদিকে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে জানা গেছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণা প্রতিবেদন থেকে পাওয়া আনুমানিক হিসাবে আড়াই কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এসব তথ্যের ব্যাপারে বিস্তারিত তথ্য দেননি রুহানি।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ