ফেরদৌসী ও রামেন্দু মজুমদার করোনায় আক্রান্ত

বরেণ্য নাট্যাভিনেত্রী দম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা দুজনেই নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

জানা গেছে, গত ১৮ জুলাই ফেরদৌসী মজুমদারের শরীরে করোনা ধরা পড়ে। পরে ২৮ জুলাই রামেন্দু মজুমদার করোনায় আক্রান্ত হন। ডাক্তারের পরামর্শ নিয়ে বাসায় চিকিৎসাধীন আছেন এই দম্পতি। তারা সুস্থও রয়েছেন।

অভিনয়ে অসামান্য অবদানের জন্য ফেরদৌসী মজুমদার ১৯৯৮ সালে একুশে পদক ও ২০২০ সালে স্বাধীনতা পদক লাভ করেন। অপরদিকে ২০০৯ সালে রামেন্দু মজুমদার অভিনয়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য একুশে পদক অর্জন করেন। এছাড়া ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সম্মানিক সভাপতির দায়িত্বেও রয়েছেন রামেন্দু মজুমদার।

 

টাইমস/এসএন

Share this news on: