নিউইয়র্কে মারা গেলেন ট্রাম্পের ভাই রবার্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প মারা গেছেন। শনিবার নিউইয়র্কের প্রেসবিটারিয়ান হাসপাতালে ৭২ বছর বয়সী বরার্টের মৃত্যু হয়। তবে কী অসুস্থতা নিয়ে রবার্ট মারা গেছেন তা জানা যায়নি।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাসপাতালে থাকাকালীন মুখে মাস্ক পরেছিলেন ট্রাম্প।

হাসপাতালে প্রায় ৪৫ মিনিট সময় কাটান ট্রাম্প। পরে হাসপাতাল থেকে বেরিয়ে ট্রাম্প বলেন, আমার ভাই খুবই অসুস্থ। তবে আমি মনে করছি, সে আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবে।

পরে শনিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, বেদনার সঙ্গে জানাচ্ছি, আমার ভাই রবার্ট আজ রাতে পৃথিবী ছেড়ে চলে গেছেন। কেবল ভাই নয়, সে ছিল আমার সবথেকে ভালো বন্ধু। তাকে খুবই মিস করব, তবে আবার আমাদের দেখা হবে। আমার হৃদয়ে তার স্মৃতি জাগ্রত থাকবে। রবার্ট তোমাকে ভালোবাসি। শান্তিতে ঘুমাও তুমি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ইম্পায়ার'স রিয়েল এস্টেট বিনিয়োগে সব কিছুর দেখভাল করতেন রবার্ট। গত জুন মাসেও ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় ধরে আইসিইউতে ছিলেন রবার্ট ট্রাম্প।

 

টাইমস/এসএন

Share this news on: