যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নতুন তত্ত্বাবধায়ক নিয়োগ

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের পর নতুন তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (সহকারী পরিচালক) মো. জাকির হোসেন। তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রে নির্যাতনে তিন কিশোর নিহত হয়। এ সময় আহত হয় অন্তত ১৪ জন। এ ঘটনায় কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদকে প্রত্যাহার করে সমাজসেবা অধিদপ্তরের সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে তিনি সাময়িক বরখাস্ত হন।

এরপর এ ঘটনায় তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক প্রবেশন অফিসার মাসুম বিল্লাহ, কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক, ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলম ও সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তারা এখন রিমান্ডে রয়েছেন।

আরও পড়ুন

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ পাঁচ কর্মকর্তা রিমান্ডে

 

টাইমস/এইচইউ

Share this news on: