করোনা: সিলেট বিভাগে আরও দুইজনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এই সময়ে নতুন করে আরও ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪০ জন।

রোববার দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে একজন সিলেটের এবং অপরজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় নিহতের সংখ্যা দাঁড়াল ১৬৯ জন। এর মধ্যে সিলেটে ১২২, সুনামগঞ্জে ১৯, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ১৭ জন।

এছাড়া নতুন করে আক্রান্তদের মধ্যে সিলেটের ৪৭ জন, সুনামগঞ্জের ৫ জন ও হবিগঞ্জের ১৮ জন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৯ হাজার ২৯৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৯৫৯ জন, সুনামগঞ্জে ১ হাজার ৭৪৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৩৭২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ২২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন মোট ৪ হাজার ৪৪২ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on: