২২ শতাধিক শিক্ষার্থীকে ১৫ জিবি করে ডাটা দিলো শাবিপ্রবি প্রশাসন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে ২ হাজার ২১৬ জন অসচ্ছল শিক্ষার্থীকে একমাসের জন্য ১৫ জিবি করে ডাটা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

গ্রামীণ সিম ব্যবহারকারী রেজিস্ট্রেশনকৃত ২ হাজার ২১৬ জন শিক্ষার্থীদের এ সেবা দেওয়া হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, গ্রামীণফোন অপারেটরের সাথে চুক্তি অনুযায়ী ২৫০ টাকায় ১৫ জিবি করে এ সেবা একমাসের জন্য দেওয়া হবে। এতে করে যারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে হিমসিম খাচ্ছে, তারা যেন স্বাচ্ছন্দ্যে ক্লাসে উপস্থিত থাকতে পারে।

উপাচার্য আরও বলেন, আমরা গ্রামীণফোন কর্তৃপক্ষকে অনুরোধ করেছি যাতে চুক্তি অনুযায়ী প্রদত্ত ইন্টারনেট ব্যবহারের পর অবশিষ্ট ইন্টারনেট পরবর্তী মাসের সাথে পুনরায় যোগ করে দেওয়ার জন্য।

এছাড়া অন্যান্য নেটওয়ার্ক অপারেটর কর্তৃপক্ষকেও স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে বলে তিনি জানান।

 

টাইমস/এইচইউ

Share this news on: