ঈগলের হামলায় মার্কিন ড্রোন কুপোকাত (ভিডিও)

ড্রোন ওড়াতে গিয়ে বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের এক সরকারি কর্মকর্তা। দেশটির সরকারি কাজে ব্যবহার করা উড়ন্ত এক ড্রোনে হামলা চালিয়েছে বিরাট এক ঈগলপাখি।

ঈগলের ডানার ঝাপটায় মার্কিন ড্রোনটি মুহূর্তেই মাটিতে ছিটকে পড়ে। বেশ দামী ড্রোনটির শক্তিও অনেক। কিন্তু ঈগলের শক্তির কাছে তা হয়তো মামূলি।

তবে ড্রোনটি আকাশে উড়ার সময় তার চালক বুঝতেও পারেনি যে, ঈগলের থাবা পড়েছে তাতে। আর যতক্ষণে ড্রোনের চালক তা বুঝতে পেরেছে, ততক্ষনে ড্রোন মাটিতে আছড়ে পড়ে।

জানা গেছে, আকাশে মাত্র ৭ মিনিট উড়েছিল ওই ড্রোনটি। এরপরেই তাতে হামলা করে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি ‘ঈগল’। মাত্র সাড়ে তিন সেকেন্ডের মধ্যে ড্রোনটিকে ধ্বংস করে দেয় ঈগলটি।

ধারণা করা হচ্ছে, সম্ভবত ড্রোনটিকে শত্রু হিসেবে ভেবে নিয়েছিল পাখিটি। তাই কালবিলম্ব না করে ড্রোনের ওপর হামলে পড়ে ঈগল। আবার এটাও ধারণা করা হচ্ছে যে, ড্রোনকে খাদ্য মনে করে হামলা চালিয়েছে আগ্রাসী ঈগল।

প্রতীকি ভিডিও-

 

টাইমস/এসএন

Share this news on: