মোশাররফ হোসেন ভূঁইয়া জার্মানির নতুন রাষ্ট্রদূত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়াকে জার্মানিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সরকারের সাবেক এই সিনিয়র সচিবকে নিয়োগের বিষয়টি জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

চলতি বছরের গত ৩ জানুয়ারি সরকারি চাকরি থেকে অবসর নেন মোশাররফ হোসেন ভূঁইয়া। এর আগে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, শিল্প মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান এবং প্রাইভেটাইজেশন কমিশনের সদস্যসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

মোশাররফ হোসেন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on: