বন্যায় ভারতে সাড়ে ৮শ’ মানুষের মৃত্যু

মৌসুমি ভারী বৃষ্টিপাতের প্রভাবে সৃষ্ট বন্যায় ভারতে এ পর্যন্ত সাড়ে ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে দেশটির ১১টি প্রদেশে প্রবল বন্যা ও ভূমি ধসে এ হতাহতের ঘটনা ঘটেছে।

ভারতের আসাম, ওড়িষা, মুম্বাই, কেরালা, কর্ণাটকের বন্যা পরিস্থিতি দিনকে দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এরই মধ্যে বানের পানিতে ভেসে গেছে এসব রাজ্যের লাখ লাখ হেক্টর জমির ফসল। ঘর-বাড়ি হারিয়ে পথে রাস্তায় আশ্রয় নিয়েছে বানভাসী মানুষ।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, এবছর বন্যায় দেশটির বিভিন্ন রাজ্যে অন্তত সাড়ে ৮০০ মানুষ প্রাণ হারিয়েছেন। বন্যা পরিস্থিতি এতটাই খারাপ যে, মৃত মানুষগুলোর সৎকার করারও সুযোগ পাওয়া যাচ্ছে না।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, এবছর ১১ থেকে ১৪ আগস্ট ভারতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

এদিকে বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় ত্রাণ কার্যক্রম শুরু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে রাজ্যে রাজ্যে পাঠানো হয়েছে সরকারি ত্রাণের চালান।

 

টাইমস/এসএন

Share this news on: