ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কেঁপে উঠে দেশটির পূর্বাঞ্চল। এদিকে ইন্দোনেশিয়ায় উৎপত্তি হওয়া ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন এলাকায়ও মৃদু কম্পন অনুভূত হয়।

শুক্রবারের এই ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ৬.৯ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বান্দা সাগরে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূমিকম্প বিষয়ক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের আঘাতের পর ওই অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পের ফলে দেশটির অনেক ভবন দুলতে থাকে। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় অনেকেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে।

দেশটির সরকার জানায়, শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও সুনামি সতর্কতা জারির মত পরিস্থিতি তৈরি হয়নি। সর্বশেষ ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় আঘাত হানা ভূমিকম্পে সুনামির সৃষ্টি হয়। এতে ৪ হাজারের মত মানুষ প্রাণ হারান।

 

টাইমস/এসএন

Share this news on: