দুই হাজার কোটি টাকা পাচার : ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। নিশান মাহমুদ শামীম ফরিদপুর শহরের মধ্য আলিপুর মহল্লার কামাল মুন্সির ছেলে।

শুক্রবার সকালে ঢাকার উত্তরা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে গ্রেপ্তার করে।

ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান গণমাধ্যমকে জানান, গত ২৬ জুন সিআইডি ঢাকার কাফরুল থানায় ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক বরকত ও তার ভাই রুবেলের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার অর্থ পাচারের মামলা করে। ওই মামলার আরেক আসামি হিসেবে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, মানি লন্ডারিং মামলা ছাড়াও ছাত্রলীগ নেতা নিশান মাহমুদ শামীমের বিরুদ্ধে ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরীর ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগেও মামলা রয়েছে।

এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার অভিযোগও রয়েছে নিশানের বিরুদ্ধে।

ফরিদপুর জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় এ পর্যন্ত ফরিদপুর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বরকত ও তার ভাই রুবেল, শহর আওয়ামী লীগের বর্তমান সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, জেলা শ্রমিক লীগের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহানসহ বেশ কয়েকজন।

 

টাইমস/এসএন

Share this news on: