দুই বছরের মধ্যেই করোনা মহামারীর অবসান হবে -বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়াসেস বলেছেন, আগামী দুই বছরের মধ্যে করোনাভাইরাস মহামারির অবসান হবে। তিনি আরও বলেন, প্রতি শতাব্দিতে একবার এরকম মহামারি পৃথিবীতে আসে। কয়েকবছর তান্ডব চালানোর পরে মহামারীগুলো চলেও যায়। করোনার ক্ষেত্রেও সেরকমই হবে।

শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে করোনাকালীন এ দুর্যোগ বিদায় করা সম্ভব।

তেদ্রোস বলেন, পৃথিবী এখন আগের চেয়েও উন্নত। তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানকে কাজে লাগিয়ে সহজেই মহামারী মোকাবিলা করা সম্ভব। করোনা সংক্রমণ রোধে বিভিন্ন দেশ সফল হয়েছে। বিজ্ঞানই এসব দেশকে সফলতা এনে দিয়েছে।

প্রসঙ্গত, ১৯১৮ সালে বিশ্বে ছড়িয়ে পড়া ফ্লু অনেক দিন স্থায়ী হয়েছিল। সেসময় স্বাস্থ্য ব্যবস্থা উন্নত না হওয়ায় মানুষের ভোগান্তির শেষ ছিল না। কিন্তু পৃথিবীতে এখন আগের চেয়ে উন্নত স্বাস্থ্যব্যবস্থা রয়েছে। তাই মহামারীর মত সংকট কাটিয়ে উঠাও এখন বেশ সহজ।

 

টাইমস/এসএন

Share this news on: