শিশুর গলায় দা ঠেকিয়ে টিকটক, গ্যাংয়ের ৮ কিশোর গ্রেফতার

নিজেরা সেলিব্রেটি হতে গিয়ে মাত্র তেরো বছর বয়সী এক শিশুর গলায় দা ঠেকিয়ে মাদক সেবন করিয়ে টিকটক ভিডিও চিত্র ধারণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুরে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গ্রেফতারকৃতদের ডিজিটাল নিরাপত্তা ও শিশু নির্যাতন আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম’র নজরে গোটা বিষয়টি আসার পর পরই গোয়েন্দা ও থানা পুলিশকে বিশেষ নির্দেশনা দিলে সোমবার কয়েক দফা অভিযান চালিয়ে ওই কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার কিশোররা হল, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাগলপুর গ্রামের হরমুজ আলীর ছেলে মনির হোসেন, উপজেলার বাদাঘাট (কাশতাল চরগাঁও) গ্রামের হাবিবুর রহমান সংগ্রামের ছেলে মজিবুর রহমান সাগর, কামড়াবন্দ গ্রামের কাঁচামাল ব্যবসায়ী বাচ্চু মিয়ার ছেলে তোফিকুল ইসলাম রনি, বাদাঘাট গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে আলম শেখ, একই গ্রামের আনোয়ারের ছেলে আনিসুল বারি তারেক, পৈলনপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মোজাম্মেল হক, বাদাঘাট বাজারের খোরশেদ আলমের ছেলে আবুল হাসনাত আব্দুল্লাহ,নাজির হোসেনের ছেলে মাহমুদুল হাসান দিপু। রোববার রাতে ডিজিটাল নিরাপত্তা আইন ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দেয়া হয়েছে।

জানা যায়, দিনমজুর সিরাজুল ইসলামের সন্তানকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদক সেবন ও গলায় ধারালো দা ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে মারধর করে টিকটকের জন্য একাধিবার ভিডিও চিত্র ধারণ করে। চলতি বছরের জুলাই হতে ধারণকৃত ভিডিও চিত্রগুলো কিশোর গ্যাংয়ের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে।

বেশ কয়েকটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশ ও প্রবাসের নেটিজেনরা প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি তুলেন।

সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম বলেন, মাদক, চোরাচালান, বখাটেপনা, সন্ত্রাস, চাঁদাবাজিসহ যে কোন ধরণের অপ-তৎপরতা রোধে জেলার সকল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশকে প্রস্তুত রাখা হয়েছে।

 

টাইমস/জেকে/এইচইউ

Share this news on:

সর্বশেষ