ঝিনাইদহে করোনায় আরও দুইজনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঝিনাইদহে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার তারা মৃত্যুবরণ করেন।

মারা যাওয়া দুইজন হলেন- ঝিনাইদহ সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. মোদাচ্ছের হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৭৫) এবং সদর উপজেলার বারইখালী গ্রামের আব্দুল বারী জোয়ারদারের ছেলে সাইফুল ইসলাম (৫০)। সাইফুল ইসলাম ঝিনাইদহ জেলা জজ আদালতের জারিকারক (প্রসেস সার্ভেয়ার) ছিলেন।

জানা গেছে, মাজেদা বেগম গত ১১ আগস্ট রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান।

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে নিজ গ্রামের কবরস্থানে ওই নারীর মরদেহটি দাফন করা হয়েছে।

অন্যদিকে সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ সাইফুল ইসলাম। গত ২০ আগস্ট তার করোনা পজিটিভ ধরা পড়ে।ওই দিনই তিনি স্থানীয় কোভিড-১৯ হাসপাতালে ভর্তি হন। পরের দিন তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।

 

টাইমস/ফাতেমা/এইচইউ

Share this news on: