কুড়িগ্রামে নদীতে গোসলে নেমে প্রাণ গেল তিন শিশুর

কুড়িগ্রামের রৌমারী উপজেলার কলেজপাড়া এলাকায় সোনাভরি নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশু সম্পর্কে খালাতো ভাই-বোন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বন্দবেড় ইউনিয়নের সোনাভরি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম।

মৃত শিশুরা হলো- গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার কিসমত বড়বাড়ি গ্রামের অলি উল্ল্যাহর মেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জিন্নাত খাতুন দিনা (১২), রৌমারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হায়দার আলীর ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিয়াম আহমেদ (১৩) এবং একই উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের আ. কাদেরের ছেলে হামিম মিয়া (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত হামিম ও জিন্নাতসহ তাদের পরিবারের সদস্যরা হায়দার আলীর বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার খন্জনমারা এলাকায় সোনাভরি নদীতে ওই বাড়ির ৫ শিক্ষার্থী গোসল করতে নামে। এ সময় দুইজন উঠে আসলেও ৩ শিক্ষার্থী পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের ৩ জনকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: