শতভাগ সততার সাথে করোনার নমুনা টেস্ট করেছি : ডা. আবদুর রহিম

করোনা টেস্টের জন্য সংগ্রহ করা নমুনা শতভাগ সততা, নিষ্ঠা, নিখুঁত ও সুরক্ষিতভাবে পরীক্ষা করে সঠিক রিপোর্ট দেয়া হয় বলে মন্তব্য করেছেন মহাখালীস্থ জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ আবদুর রহিম। জাতীয় দৈনিক ‘আমরাই বাংলাদেশ’ এর সঙ্গে একান্ত সাক্ষাতকারে তিনি একথা বলেন। সাক্ষাতকারটি গ্রহণ করেন ‘আমরাই বাংলাদেশ’ এর সম্পাদক তাহজিব হাসান।

সাক্ষাতকারে ডা. আবদুর রহিম বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত নমুনা জনস্বাস্থ্য ইনস্টিটিউটে প্রেরণ করা হলে তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ও সঠিক ভাবে পরীক্ষা করে যথাযথভাবে রিপোর্ট দেয়া হয়। করোনা টেস্টের ক্ষেত্রে কোনো ধরণের গাফিলতির সুযোগ নেই।

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের গৃহিত পদক্ষেপ সম্পর্কে ডা. আবদুর রহিম বলেন, এই প্রতিষ্ঠানের সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে যে, নিজেকে সুস্থ ও নিরাপদ রাখার জন্য বার বার ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে। এছাড়া প্রতিষ্ঠানে কর্মরত সকলেই যাতে নিরাপদে থাকেন, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ইনস্টিটিউটের প্রধান প্রবেশপথে ড্রেনেজ সমস্যার সমাধান করা হয়েছে। এতে ডেঙ্গুর আশঙ্কা কমে গেছে। এছাড়া প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করা হয়েছে। করোনা থেকে সুরক্ষিত থাকতে প্রতিষ্ঠানের সবাইকে নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার, গগল্স, গ্লাভস ও মাস্ক দেয়া হচ্ছে। সবাই স্বাস্থ্যবিধি মেনেই অফিস করছেন।

করোনা থেকে ধূমপায়ীদের বিশেষ ভাবে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়ে ডা. আবদুর রহিম বলেন, যারা নিয়মিত ধূমপান করেন তাদের ফিজিকেল ইলনেস দ্রুত বেড়ে যায়। এতে যেকোনো রোগে আক্রান্ত হলে ধূমপায়ীদের শরীর সবচেয়ে বেশি অবনতির দিকে যায়। এজন্য ধূমপান বর্জন করা উচিত। তবে যারা এখনো ধূমপান ছাড়তে পারেননি, তাদের উচিত স্বাস্থ্যবিধি মেনে ও সর্বোচ্চ সতর্কতা মেনে চলাফেরা করা। কারণ ধূমপায়ীরা করোনায় আক্রান্ত হলে তাদের মৃত্যুঝুঁকি বেশী।

করোনার ভ্যাকসিন অচীরেই চলে আসবে বলে দাবি করে তিনি বলেন, করোনাভাইরাস পৃথিবী থেকে বিদায় নিয়ে চিরতরে চলে যাক আর না যাক, ভ্যাকসিন অবশ্যই দরকার। কারণ বাংলাদেশে একসময় পোলিও রোগে বহু শিশু মারা গেছে। এখন আর সেই অবস্থা নেই। গুটি বসন্ত এ দেশ থেকে বিদায় নিয়েছে। সেই হিসেবে করোনাভাইরাসও একদিন বিদায় নেবে। কাজেই হতাশ না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। আর কিছুদিন আমরা সচেতন ভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা থেকে রেহায় পাবো। সামনের দিনগুলো আবারও ভালো দিন হিসেবে ফিরে আসবে।

করোনা পরবর্তি স্বাভাবিক জীবনের জন্য এখন থেকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ড. আবদুর রহিম বলেন, করোনা থেকে বাঁচতে হলে সচেতনতা ও সুরক্ষিত স্বাস্থ্য ব্যবস্থার বিকল্প নেই। আমাদের দেশের মানুষ আগের থেকে এখন অনেক সচেতন হয়েছে। যে কারণে করোনা এখনো নিয়ন্ত্রণেই রয়েছে বলে মনে করি। জনগনের এই সচেতনতা ধরে রাখতে হবে। নিজের জন্য, নিজের পরিবারের জন্য সুস্থ থাকতে হবে। স্যানিটাইজার, সাবান ব্যবহার করতে হবে। মুখে মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করতে হবে। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, তাহলে সুদিন ফিরবেই।

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে ড. আবদুর রহিম বলেন, অফিসের রুলস এন্ড রেগুলেশনের ওপর জোর দিচ্ছি। কর্মকর্তা-কর্মচারীদের সময় মতো অফিসে আসার ব্যাপারে তাগাদা দেয়া হচ্ছে। সবাই এখন নিয়ম মেনে অফিসে আসছেন। অফিসে নির্দেশনা দেয়া হয়েছে যে, অফিসে পৌছতে ৯টার বেশি বাজলেই জবাবদিহি করা হবে। উত্তরা বা যাত্রাবাড়ী যেখান থেকেই অফিসে আসুন না কেন, ৯ টার সময়ই সবাইকে অফিসে আসতে হবে।

তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানের দক্ষ জনবলের অভাব নেই। ১৯৫৩ সাল থেকে সারাদেশে প্রায় বিনামূল্যে স্যালাইন, আইভিফ্লুইড সরবরাহ করে আসছে এই প্রতিষ্ঠান। যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্ণিত উপাদান সমূহ পুনরায় উৎপাদনের জন্য আধুনিক যন্ত্রপাতি স্থাপন, নতুন ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা করাই এখন বড় চ্যালেঞ্জ। তারপরও করোনা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমি ও আমার প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা, কর্মচারীদের সামজিক ও ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করে জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকান্ড চালিয়ে নেয়ার আহ্বান জানিয়েছি। এ জন্য বর্তমান সরকারের গৃহীত ব্যবস্থার বাস্তবায়নে জনসাধারণের কাছে স্বাস্থ্য সেবার মান তুলে ধরাই আমাদের অন্যতম লক্ষ্য।

 

টাইমস/টিএইচ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য May 17, 2024
img
বাজারে ডিমের উত্তাপ বাড়ছেই, কমেনি সবজির দাম May 17, 2024
img
যারা একবেলা ভাত খেতে পারতো না, তারা এখন চারবেলা খায়: প্রধানমন্ত্রী May 17, 2024
img
র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র May 17, 2024
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ, বাংলাদেশ পাচ্ছে দুই ম্যাচ May 17, 2024
img
ঢাকার বাতাস আজও খুব 'অস্বাস্থ্যকর' May 17, 2024
img
রাজধানীতে ১০ তলা ভবন থেকে পড়ে ২ নির্মাণশ্রমিক নিহত May 17, 2024
img
৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী May 17, 2024
img
বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল May 17, 2024
img
প্রতিদিন শ্যাম্পু ব্যবহার কি চুলের জন্য ক্ষতিকর? May 17, 2024