এভেরোজ ইন্টারন্যাশনালের তৃতীয় হিফজ সমাবর্তন, অ্যাওয়ার্ড পেলো ৯ ক্ষুদে শিক্ষার্থী

রাজধানীর এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় হিফজ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এবারের সমাবর্তনে মেধাতালিকায় শীর্ষস্থানীয় ৯ ক্ষুদে শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।

শনিবার সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে শুরু হওয়া সমাবর্তনে দেশ-বিদেশ থেকে অনেকেই যুক্ত হন। এছাড়া স্কুলের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- আদিবা আয়েশা সুহা, মালিহা জুয়াইরিয়া, আবদুল্লাহ ইবনে আফজাল, আইশাহ বিনতে শাফকাত, জেবাদিয়া বিনতে আলম, মাহদিয়া পাটওয়ারী, সালিম চিশতী, মো. মোস্তাসিউর রহমান ও মোদাচ্ছির আজিম কাসিফ।

সমাবর্তনে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান খান মোহাম্মদ আকতারুজ্জামান বলেন, যে কয়টি স্কুল সরকারের সহযোগিতায় করোনাকালেও সফলভাবে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের মধ্যে এভেরোজ ইন্টারন্যাশনাল অন্যতম। আমাদের তিনটি শাখায় নিয়মিত ১৪০০ ছাত্র-ছাত্রী অনলাইন মাধ্যমে ক্লাস করছে।

তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরাও বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শকে বাস্তবায়নের জন্য এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করেছি।

হিফজ সমাবর্তনে স্কুলের প্রধান নির্বাহী ও হেড অব স্কুল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ বলেন, এভেরোজের প্রথম হিফজ কনভোকেশনে আমরা একজনকে অ্যাওয়ার্ড দিয়েছিলাম। এবারের তৃতীয় কনভোকেশনে ৯ জনকে অ্যাওয়ার্ড দিতে পেরেছি। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা মেধাতালিকায় শীর্ষে রয়েছে। আমরা তাদের সাফল্য কামনা করছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী শিক্ষার প্রতি অত্যন্ত আন্তরিক। এরই মধ্যে তিনি স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয়, কওমি মাদ্রাসার স্বীকৃতি, মাদ্রাসা শিক্ষকদের বেতন বৈষম্য দূর করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী ধারার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মূলধারার সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছেন। এতে ইসলামী শিক্ষার প্রতি মানুষের ভুল ধারণা দুর হবে।

অনুষ্ঠানে ইসলামিক রিলিফের যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর মারিয়াম মাসুদ, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের হেড অব ফাইন্যান্স গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য দেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভাঙা হাত নিয়েই কানের লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন ঐশ্বরিয়া May 17, 2024
img
১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য May 17, 2024
img
বাজারে ডিমের উত্তাপ বাড়ছেই, কমেনি সবজির দাম May 17, 2024
img
যারা একবেলা ভাত খেতে পারতো না, তারা এখন চারবেলা খায়: প্রধানমন্ত্রী May 17, 2024
img
র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র May 17, 2024
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ, বাংলাদেশ পাচ্ছে দুই ম্যাচ May 17, 2024
img
ঢাকার বাতাস আজও খুব 'অস্বাস্থ্যকর' May 17, 2024
img
রাজধানীতে ১০ তলা ভবন থেকে পড়ে ২ নির্মাণশ্রমিক নিহত May 17, 2024
img
৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী May 17, 2024
img
বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল May 17, 2024