ঝিনাইদহে বিট পুলিশিং কর্মশালা অনুষ্ঠিত

“বিট পুলিশিং বাড়িবাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং প্রশিক্ষণ কর্মশালা।

শনিবার ঝিনাইদহ পুলিশ লাইনস অডিটরিয়ামে দ্বিতীয় দিনের মত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

জানা গেছে, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত “স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর -২০২০” এর আলোকে বিট পুলিশিংয়ের কর্মকৌশল, বিট অফিসারদের দায়িত্ব ও কর্তব্য, তদারকি অফিসারদের করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ কর্মশালায় জেলার ৮৫টি বিটের মধ্যে ৪২টি বিট অফিসার, সহকারী বিট অফিসার এবং তাদের সহযোগী পুলিশ কনস্টেবল অংশ গ্রহণ করেন।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান নিজেই অংশ গ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন। এসময় বিভিন্ন থানার অফিসার ইন-চার্জসহ সার্কেল অফিসারগণ উপস্থিত ছিলেন।

 

টাইমস/ফাতেমা/এইচইউ

Share this news on: