পাকিস্তানের মানচিত্রে জম্মু-কাশ্মির লাদাখ গুজরাট: বিব্রত ভারত

চীন-ভারত বিরোধের মধ্যেই এবার নতুন করে ভারতকে খোঁচা দিয়ে বসলো পাকিস্তান। নতুন প্রকাশিত একটি মানচিত্রে জম্মু-কাশ্মির, লাদাখ ও ভারতের গুজরাটের একটি অংশকে পাকিস্তান সংযুক্ত করেছে। বিষয়টি ভারতের নজরে আসতেই তারাও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে।

মঙ্গলবার রাশিয়ায় 'সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে'র সদস্য দেশগুলোর আয়োজনে একটি ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করা হয়। ওই মিটিংয়ে ‘ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার (এনএসএ)’ এর নতুন মানচিত্র প্রদর্শন করে সদস্য দেশগুলো। এসময় পাকিস্তান তাদের মানচিত্রে জম্মু-কাশ্মির, লাদাখ ও ভারতের গুজরাটের একটি অংশকে সংযুক্ত করে প্রদর্শন করে।

এতে মিটিংয়ের মধ্যেই রাগে ক্ষোভে ফেটে পড়েন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এসময় তিনি পাকিস্তানের বিতর্কিত মানচিত্র প্রদর্শনকে ‘এক্সারসাইজ ইন পলিটিক্যাল অ্যাবসারডিটি’ আখ্যা দিয়ে তিনি মিটিং থেকে বেরিয়ে যান।

পরে এক প্রতিক্রিয়ায় এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, এনএসএ-র এই মিটিংয়ে পাকিস্তান ইচ্ছাকৃতভাবে বিতর্কিত মানচিত্র প্রদর্শন করেছে। পাকিস্তানের এমন কাজের কারণে মিটিংয়ের মূল লক্ষ্য অর্জন ব্যাহত হয়েছে। পাকিস্তানের এই কর্মের কারণে আয়োজক রাশিয়াও অপমানিত হয়েছে।

তবে ভারতের উচ্চবাচ্য নিয়ে পাকিস্তানও কথা শুনাতে দেরি করেনি। মিটিং চলা অবস্থায় ভারতীয় প্রতিনিধির এভাবে বের হয়ে যাওয়াকে অসৌজন্যমুলক আচরণ বলে মন্তব্য করেছে পাকিস্তান। পাকিস্তান বলছে, এধরণের বাজে আচরণ ভারতের পক্ষেই সম্ভব। সূত্র: দ্য ডন ও আনন্দবাজার

 

টাইমস/এসএন

Share this news on: