খুলে গেল কাবার দরজা: ৪ অক্টোবর থেকে ওমরাহ শুরু

ওমরাহ পালনের জন্য আগামী ৪ অক্টোবর থেকে কাবা ঘর খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। তবে ওমরাহ পালনের সময় অবশ্যই মুসল্লিদের স্বাস্থ্যবিধি মানতে হবে।

মঙ্গলবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে গত মার্চ মাস থেকেই কাবা ঘর বন্ধ রাখা হয়েছিল।

দীর্ঘ ৬ মাসের বেশি সময় পর অবশেষে ওমরাহ পালনের জন্য কাবার দরজা মুসল্লিদের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে সৌদি প্রশাসন। তবে কাবা উন্মুক্ত করা হলেও প্রথম দিকে সৌদির বাইরের কোনো দেশের নাগরিককে ওমরাহ পালনের সুযোগ দেয়া হবে না বলে জানা গেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আগামী ৪ অক্টোবর থেকে প্রতিদিন সৌদির ৬ হাজার নাগরিক ও সৌদি আরবে বসবাসকারিরা ওমরাহ পালনের অনুমতি পাবেন। তবে সৌদির বাইরের বিদেশি পর্যটকরা আগামী ১ নভেম্বর থেকে কাবা ঘরে প্রবেশের অনুমতি পাবেন।

 

টাইমস/এসএন

Share this news on: