চট্টগ্রামে নাশকতার আট মামলায় বিএনপির ১৬ নেতাকর্মী কারাগারে

২০১৮ সালের ৩০ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানায় নাশকতার অভিযোগে করা নাশকতার আট মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় ১০ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুল আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, বায়েজিদ বোস্তামি থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া আট মামলায় ২৬ আসামি হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষের পর হাইকোর্টের আদেশ অনুযায়ী তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বয়স ও শারীরিক সমস্যা বিবেচনায় ১০ জনকে জামিন দিয়েছেন।

কারাগারে যাওয়া নেতাকর্মীদের মধ্যে আছেন- নগর বিএনপির সহ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী, বিএনপি নেতা ডা. ফরহাদ হোসেন, রুহুল আমিন, হাসান সওদাগর, মনজুরুল আলম, নগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন, এরশাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, সহ-প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মনির হোসেন ভূট্টো, হুমায়ুন কবীর, সদস্য মোহাম্মদ নাছির, ছাত্রদল নেতা ফখরুল ইসলাম শাহীন, স্বেচ্ছাসেবক দল নেতা আকবর হোসেন এবং খাজা স্বপন।

আসামিদের আইনজীবী নাজমুল হোসেন বলেন, এগুলো ২০১৮ সালের গায়েবী মামলা।

এদিকে ১৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশের পর আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক সমাবেশ করে নগর বিএনপি। এতে দলটির নগর কমিটির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি আবদুস সাত্তার, সাত্তার সরোয়ার, যুগ্ম-সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, মনজুর আলম মনজু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, হকার সম্পাদক আবদুল বাতেন, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-শ্রম সম্পাদক আবু মুছা, সহ-প্রকাশনা সম্পাদক আবদুল হাই বক্তৃতা করেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
মিথিলা হাতে উঠলো ভারতের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার May 04, 2024
img
আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম May 04, 2024
img
মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী May 04, 2024
img
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন May 04, 2024
img
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার May 04, 2024
img
আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে যারা May 04, 2024
img
শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা, ৬ ট্রেনের যাত্রা বাতিল May 04, 2024
img
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী May 04, 2024
img
শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী May 04, 2024
img
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস May 04, 2024