করোনার ভয়াবহতা আসছে সামনে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আগামী শীতে বিশ্বে করোনা মহামারীতে মৃত্যুর সংখ্যা দ্বিগুন হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলেছে, সামনে মহাবিপদ। মহামারি করোনা ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় সম্মিলিতভাবে লড়াই করা।

শনিবার এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এ সতর্কবার্তা দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান কর্মকর্তা মাইক রায়ান।

মাইক রায়ান বলেছেন, মহামারি করোনার প্রকোপে বিশ্বজুড়ে এরই মধ্যে প্রায় ১০ লাখ মানুষের প্রাণহানী হয়েছে। শীত আসছে। কাজেই শীতে করোনার প্রকোপ চরম আকারে বেড়ে যেতে পারে। তাই সম্মিলিত ভাবে পদক্ষেপ না নিলে করোনা থেকে বাঁচার কোনো উপায় নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে করোনা দ্বিতীয় সংক্রমণে কমপক্ষে ২০ লাখ মানুষ মারা যাবে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করেছিল চীন। কিন্তু সেসময় চীনের সতর্কবার্তা পাওয়ারও বেশ কিছুদিন পর ৩০ জানুয়ারি বিশ্বজুড়ে ‘পাবলিক হেলথ ইমার্জেন্সি’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু ইমার্জেন্সি জারির বহু আগেই আমেরিকা, ইতালি, ইরান, স্পেন, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ডে করোনা ছড়িয়ে পড়ে। যে কারণে করোনা সংক্রমণের জন্য আজ পর্যন্ত চীনকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র।

করোনার দ্বিতীয় প্রাদুর্ভাব বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিপদ এখনও বাকি আছে। এই মহামারি থেকে বাঁচার একমাত্র উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। যেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, সেখানে সংক্রমণ কমছে। যেখানে মানা হচ্ছে না, সেখানে বাড়ছে।

ভার্চুয়াল সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মিডিয়া প্রধান মাইক রায়ান বলেন, আমরা যদি সত্যিই সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে প্রস্তুত না থাকি, তবে করোনায় মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি হবে। আগামী ৯ মাস ভ্যাকসিনের জন্য অপেক্ষা না করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করার অনুরোধ জানান তিনি।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ২৭ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বে ৯ লাখ ৯৩ হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
যেভাবে মুস্তাফিজ থেকে ‘ফিজ’ নামটা এলো May 19, 2024
img
চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদ খান May 19, 2024
img
মে মাসের ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার May 19, 2024
img
আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার May 19, 2024
img
ফের বাড়ল স্বর্ণের দাম May 19, 2024
img
মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত ভুল: ওবায়দুল কাদের May 19, 2024
img
কিরগিজস্তানে বাংলাদেশি কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী May 19, 2024
img
রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত May 19, 2024
img
মিরপুরে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ May 19, 2024
img
“দেশের জনগণের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথি চিকিৎসাকে আরো ব্যাপকভাবে কাজে লাগানো প্রয়োজন “ - শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল May 19, 2024