রাজধানীতে নির্মাণাধীন ভবনের বেলকোনি ধসে ৩ শ্রমিক নিহত

রাজধানীতে ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের বেলকোনি ধসে পড়ে ৩ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- ইনসান (২২) ও শফিকুল (২২)। নিহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের সবার বাড়ি চাপাইনবাবগঞ্জে।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক পথচারী। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে বলেন, ধানমন্ডি-৩২ নম্বর এলাকার মাস্টার মাইন্ড স্কুল সংলগ্ন একটি নিমার্ণাধীন বহুতল ভবনের বেলকোনি ধসে পড়ে। এসময় তিন নির্মাণ শ্রমিক ধসে পড়া বেলকোনির নিচে চাপা পড়েন। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে আরও দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বিল্ডিংকোড না মেনে নির্মাণ কাজ করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এছাড়া নিম্নমানের নিরাপত্তা সামগ্রী ও শ্রমিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিও নজরে এসেছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

 

টাইমস/এসএন

Share this news on: