ধর্ষণের মিথ্যা মামলা: জয়পুরহাটে বাদীর ৫ বছরের জেল

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে শিশু ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করেছিলেন মোরশেদুল সরকার (৩৩)। কিন্তু অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলার বাদী মোরশেদুল সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত মোরশেদুল সরকার জয়পুরহাটের কালাই উপজেলার ভূগোইল গ্রামের খয়রাত জামানের ছেলে।

সোমবার বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৪ এপ্রিল বাকপ্রতিবন্ধী কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে ওই শিশুর বাবা মোরশেদুল বাদী হয়ে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে মেহেদী হাসানের (৩৪) বিরুদ্ধে কালাই থানায় মামলা করেন। এক মাস পর ওই বছরের ৩১ মে আদালতে এ মামলার অভিযোগপত্র দেয় পুলিশ।

পরে আদালতে আইনজীবীদের পাল্টাপাল্টি যুক্তিতর্ক এবং বাদী ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানা যায়, মামলার আসামি মেহেদী হাসানের সঙ্গে মোরশেদুলের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ অবস্থায় মেহেদী হাসান ও তার পরিবারকে শাস্তি দিতে শিশু ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করা হয়। একই সঙ্গে তদন্তে ঘটনার সত্যতা জানা যায়।

বিষয়টি আদালতে প্রমাণিত হওয়ায় ধর্ষণের মিথ্যা মামলা করায় মোরশেদুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারক। একই সঙ্গে মেহেদী হাসানকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

আসামিপক্ষের আইনজীবী বলেন, মামলার আসামি মেহেদী হাসানের সঙ্গে মোরশেদুলের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এজন্য শিশু ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করা হয়। বিষয়টি আদালতে প্রমাণিত হওয়ায় বাদীকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী ফিরোজা চৌধুরী বলেন, ধর্ষণের অভিযোগে এই মামলা করা হয়েছিল। কিন্তু তদন্তে দেখা যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধর্ষণের অভিযোগ আনা হয়। পরে বাদীকে কারাগারে পাঠানো হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বাজারে ডিমের উত্তাপ বাড়ছেই, কমেনি সবজির দাম May 17, 2024
img
যারা একবেলা ভাত খেতে পারতো না, তারা এখন চারবেলা খায়: প্রধানমন্ত্রী May 17, 2024
img
র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র May 17, 2024
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ, বাংলাদেশ পাচ্ছে দুই ম্যাচ May 17, 2024
img
ঢাকার বাতাস আজও খুব 'অস্বাস্থ্যকর' May 17, 2024
img
রাজধানীতে ১০ তলা ভবন থেকে পড়ে ২ নির্মাণশ্রমিক নিহত May 17, 2024
img
৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী May 17, 2024
img
বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল May 17, 2024
img
প্রতিদিন শ্যাম্পু ব্যবহার কি চুলের জন্য ক্ষতিকর? May 17, 2024
img
নাইজেরিয়ায় মসজিদে তালা লাগিয়ে ধরিয়ে দেয়া হলো আগুন, নিহত ১১ May 17, 2024