বাগেরহাটে পিবিআই হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগ

বাগেরহাটে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের হেফাজতে রাজা ফকির নামে এক হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে। পুলিশি নির্যাতনে রাজা ফকিরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। তবে পুলিশ এ অভিযোগ নাকচ করে দিয়েছে।

জানা যায়, বাগেরহাট পিবিআই-এর সদস্যরা পটুয়াখালী থেকে গত রোববার দুপুরে রাজা ফকিরকে আটক করে। পরে পরিবারের সদস্যরা আটকের খবর পেয়ে পিবিআই অফিসে গিয়েও আটক রাজা ফকির বা কোনো পুলিশ কর্মকর্তার দেখা পাননি।

পরে সোমবার বিকালে রাজা ফকিরকে বাগেরহাট সদর হাসপাতালে নেয় পুলিশ। এসময় স্বজনরা গিয়ে রাজা ফকিরকে মৃত অবস্থায় দেখতে পায়।

এঘটনায় রাজা ফকিরের বাবা বাবু ফকির বলেন, তালিম মল্লিক হত্যা মামলায় আমার ছেলেকে বাগেরহাট পিবিআই তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের সময় পিবিআই সদস্যদের নির্যাতনে আমার ছেলের মৃত্যু হয়েছে।

এর আগে ২০১৯ সালের ১৮ অক্টোবর খানজাহান আলী মাজারে তালিম মল্লিক নামের এক ছাত্রলীগ নেতা খুন হন। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভূক্ত আসামি ছিলেন রাজা ফকির।

এঘটনায় বাগেরহাট পিবিআইয়ের একটি সূত্র জানিয়েছে, রাজা ফকির নেশাগ্রস্থ ও শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেই রাজা ফকিরের মৃত্যু হয়।

 

টাইমস/এসএন

Share this news on: